গত বসন্তে অঙ্কুরিত পাতা
আগেই ঝরে পড়েছে বৃক্ষ হতে
নতুন বসন্তের নবীন কিশলয়ও
ঝরে যাবে আগামী বসন্তের আগে
শিশুকাল পেরিয়ে যৌবনে পরিণত পল্লবী
সময়ের স্রোতে একদিন প্রবুদ্ধ হবে সেও
অতঃপর নিঃশেষ ...
অবিরত ‍ছুটে চলে সময়ের ট্রেন
দুরন্ত গতি তার
সব কিছু বদলে দেয় সে গতি
বদলে যেতে হয় সবাইকে
মুহূর্তগুলো কখনো অনুকূল কিংবা প্রতিকূল
যদি কাল-কে
ফ্রেমে বন্দী করা যেত!
সুসময়গুলো আটকে রাখতাম চিরদিন!
আসলে সময়ের স্রষ্টার কাছে অসহায় সব
হেরে যায় সকল ক্ষমতা, অহঙ্কার, দম্ভ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২১/০২/২০১৬