একজন সুযোগসন্ধানী
কর্তব্য-কর্মে একাগ্র অন্যজন।


মোহনীয় কুহুকুহু সুরের মুর্ছনায়
আবিষ্ট-মাতোয়ারা প্রাণ
মায়াবী কণ্ঠ-সুরের যাদুতে
মোহাচ্ছন্ন পৃথিবী, নেমে আসে রাত
বসন্তের আবির
সু-সময়ে মেখে নেয় কোকিল
কাকের কুলায় চুপিচুপি লুকিয়ে
রেখে যায় ছদ্মবেশী জন্ম-উপাদান
প্রজনিকার সমাদৃত ক্লেশও
সে সহে না
তবু, সবার আকাঙ্ক্ষিত কোকিল।


কাকের ডাকে
ঘুম থেকে চোখ মেলে প্রভাত
যাকে বলি - কাকডাকা ভোর
অমিষ্ট-স্বরে ব্যালকনিতে
গেয়ে যায় কা ... কা ...
সম্ভাব্য অমঙ্গলের আগাম আলাপন
মহানব্রত নিয়ে তিলে তিলে
গড়ে তোলে নীড়
বোকা কাক চোখ বুজে ডিমে দেয় তা
নতুন জীবনদানে নিত্য ব্যস্ত
আপন কর্মে নিবিষ্ট-নিমগ্ন
অথচ, কাকের কণ্ঠ বেসুরো-কর্কশ বলে
দূর-দূর তাড়িয়ে দেয় সবে।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১১/০৩/২০১৬