আহা মোহনিয়া নিসর্গের শোভা!


দূর হতে হেরি অপরূপ মুখশ্রী
সব রূপ-নিংড়ে গড়া রূপসী নিখুঁত
দেহ-সৌষ্ঠবে অপূর্ব আলো-ছায়া
জোছনা আভায় পড়ে শিশির অযুত
হাতে শুভেচ্ছার ডালি প্রভাতে নীহার
তুলো হয়ে ওড়ে যেন মাথার উপর
প্রিয় নৃত্যে বিভোর স্নিগ্ধ সকাল
কণ্ঠে উঠেছে তার বিমুগ্ধ সুর
শীতল হাওয়ায় নেচে কর্ণে দুলিছে
শুভ্র মেঘের ঢেউ
সবুজ শাড়ি অঙ্গে জড়িয়ে আছে
যেন উর্বশী বধূয়া কেউ
গ্রীবাতে ছুঁয়েছে ওড়না নীলাম্বর  
গলায় পরিছে বনফুল-মালা
চোখের তারায় বহতা নির্ঝরিণী
গোধূলি লালিমা সেথা দিচ্ছে দোলা
যেন চপল মেয়ের আলতা-রাঙা পা
নির্ঝরের জলে করিছে খেলা৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৯/০২/২০১৬