তুমি বললে
বসন্ত এসেছে দ্বারে
পুলকে জেগেছে প্রাণ
আমি দেখি
শিমুলের রঙ লেগেছে গালে
দু-ঠোঁটে শাল্মলী-রাঙা হাসি
বাসন্তী সাজে নাচিছে
প্রিয়ার মন৷


ঝরা পাতায়
বাজিছে মর্মর ধ্বনি
একি! পুলকিত-দীপ্ত
শিহরিত আকাশ
আহা!
এ কোন আবেশ
ফুল-ফল-পাতায়
করিছে বিভাস৷


দুয়ারে এসে
কড়া নাড়িছে, পলাশ ছোঁয়া
দখিনা বাতাস
গাছে গাছে দুলিছে
সজনে ডাটা, আম্র-মুকুলে
শোভিত চৌ-পাশ
সখা-সখিদের
ব্যাকুলিত হৃদয়, অন্তর-তলের
আবেগী প্রকাশ৷


হে ফাল্গুন
তুমি বসন্ত ডাকলে
মহা-আন্দোলিত করে
আলোড়ন তুলে৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১২/০২/২০১৬