রাজপত্মী উর্বশী আর এক বিশ্বাসী ভৃত্য
ভৃত্য অনন্য সুদর্শন টগবগে যুবক
উর্বশীর দেহ পলে পলে কামনার তৃষিত ইঙ্গিত
যুবকে নিরন্তর প্রশ্রয় অনুরক্তি অপ্সরার
বিশ্বাসী যুবক নির্বিকার


রাজপত্নী জুলেখা
অতি উতলা, ভীষণ বিরহ-যন্ত্রণা কাতর


নিবেদিত ভৃত্য ইউসুফ
নির্মোহ-প্রশান্ত, রবের প্রতি পূর্ণ-সমর্পিত


রাজপত্নী উন্মত্ত, কড়া নির্দেশ ভৃত্যে
যেতে হবে অতি অন্তরঙ্গনে
আদেশ শিরোধার্য, ভৃত্য এগিয়ে যায়
বন্ধ হয় প্রথম কপাট, তারপর দ্বিতীয়
একে একে বন্ধ হয় সবগুলো দরজা
এক নির্জন কামরায়
সুদর্শন টগবগে ইউসুফ আর উর্বশী জুলেখা
উর্বশী উদোম, কামনার পানোন্মত্ত আহ্বান


খোদার কথা স্মরণ করে বিশ্বাসী যুবক
রবের দৃষ্টির বাইরে কিছু নেই!
কি হবে জবাব তার রবের নিকট!
যুবক কেঁপে ওঠে থর-থর
রবের নাম নিয়ে ছুট দেয় পশ্চাতে
অলৌকিক ইশারায় খুলতে থাকে সকল কপাট
নির্জনতার পারদ ছিঁড়ে
ইউসুফ পৌঁছে যায় লোকালয়-কোলাহলে


আজকের শত-সহস্র তৃষিত জুলেখার মোহাবিষ্ট আহ্বানে
ইউসুফের সংখ্যা গুনতে পারা যাবে কি!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০১/০৪/২০১৬