চেয়েছিলাম একটা নদী, বহতা নদী
খুশির জোয়ারে পাল তুলে
সুর-কল্লোলে ভেসে যাব দূরে, বহু-দূরে
দিবসে গাঙচিলের আনাগোনা
দুপুর-রাতে মধ্য গগনে
তারকা মিট-মিট, পথ দেখায়
নদীতে একটা ছোট্ট দ্বীপ-শস্যক্ষেত
কামনার বীজে উৎপন্ন নতুন ফসল।


সহসা ঘিরে ধরলো
সংশয়-জ্বরাতিসারে, গড়ে তুললে
অভেদ্য পাথরের দেয়াল
মৃতের মতো ঢুকে গেলাম
অন্ধকার গহ্বরে।


যদি কখনো খুঁজতে মন চায়
দেখতে পাবে, আঁধারে পড়ে আছে
কতগুলো শুকনো হাড়, একদম হৃদয়হীন
যেখানে একসময় হাত ছিল, পা ছিল
চোখ ছিল, মুখ ছিল, মন ছিল, একটা শরীর।


ফিরোজ, দিলকুশা, ০৬/০৪/২০১৬