এখন স্নায়ুতন্ত্রীগুলো
বড্ড বেশী উত্তেজিত-বেসামাল
তন্ত্রী-বীণায় মোহনীয় কোমল সুর নেই
খুব বেশী ঘ্যাস-ঘেসে কর্কশ আওয়াজ
শবদাহ-লাশের ক্রমাগত মিছিল
বেওয়ারিশ লাশ, টগবগে যুবক-যুবতির লাশ
কেউ-কেউ হাওয়ায় মিলিয়ে যায়
হদিস মেলেনা কখনই
একটা গুমট-অস্বস্তির দুর্গন্ধী হাওয়া
ক্রমান্বয়ে গ্রাস করে নিচ্ছে জনারণ্য।


মানুষের মুখোশ পরে
হিংস্র পশুদল-শকুনের উদ্ধত মহড়া
লুব্ধ হাত, লুব্ধ চোখ, লুব্ধ নখর
ঝাঁপিয়ে পড়ছে হিংস্রতার ছায়া
মাতৃভূমি, মা-ভগিনী-নারীর পবিত্র অঙ্গ
কালো গোখুরার বিষে-বিষে মলিন
রন্ধ্রে-রন্ধ্রে বেহাল বিধির
অসংযত হলাহলে জরাজীর্ণ প্রিয়ভূমি
অবৈধ ফলাগুলো
ভীষণ ব্যস্ত অনিয়ম চাষে
প্রিয়-ভূমির এ-কি হতশ্রী রূপ!


উত্তেজনার পারদ তুঙ্গে, বড়ই ক্লান্ত-শ্রান্ত
ভীষণ দরকার, ঊর্ধ্বে তোলা বজ্রমুষ্টিগুলো
অতঃপর একটু আরণ্যক সুশীতল ছায়া।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৮/০৪/২০১৬