একটা ছোট্ট মাঠ, মেঠো পথ, একটা দিঘি
সবুজ ফসলি ক্ষেত, আম্র কুঞ্জ, একটা বাগান
লম্বা-লম্বা নারিকেল-সুপারি বৃক্ষ
একটা ছোট্ট খাল, আবার বিস্তীর্ণ মাঠ
কাক-ডাকা ভোরে নিসর্গের অভ্যর্থনা
নাড়িতে মেশা চির-চেনা প্রশান্তি।


কৃষকের ধান-ক্ষেত প্রস্তুতিপর্ব
ধান বোনা, ধান রোপণ, ক্ষেত পরিচর্যা
সবুজ ধানের শিষে কৃষকের রক্ত-শিশির
ঝিলিক দিয়ে হেসে উঠা
সোনালী ধানের শিষ
পাকা ধানের সোনালী রঙে রঞ্জিত বোধ
রক্ত কণিকা - অস্তিত্বের উৎসমূল।


আমার আদিপুরুষ কৃষক
শিরা-ধমনীতে বহে খেটে খাওয়া মানুষের লহু
সবুজের ঢেউগুলো রক্তে দোল খায়
মুখে ভেসে ওঠে আনন্দ হাসি
মা-ভগিনী-পত্নীর ঘরে ফসল-তোলার প্রচণ্ড খাটুনি
সংগ্রামী প্রেরণায় উদ্দীপ্ত হই
অপ্রসন্নেও আসে মেহনতের উদ্দীপনা।


এরা আমার শিকড়, ভব-সত্তা
আপনজন, প্রবল আবেগ
সে অস্তিত্বে ভেংচি কাটো
তুচ্ছ-তচ্ছিল্যে অসম্মান, এক অভিঘাতি ক্রিয়া
ভয়ঙ্কর লজ্জিত-ক্ষুব্ধ, রক্তাক্ত হয় মানস
রুধিরে জ্বলে ওঠে আগুন
দেহে খেলে যায় প্রবল নাচন
কাউকে স্বত্ব দেয়া হয়নি প্রতিহিংসিত খেলার
এখন সময়ের দাবি
প্রতিবাদ বিক্ষোভে কেঁপে উঠুক জনপদ।


ফিরোজ, দিলকুশা, ১৭/০৪/২০১৫