কোন কালি না মেখেই
                থাকি শুভ্র-ধবল
সদা চাই এড়াতেই
                পানি ও কাদা-জল ।


বিপদের আঁচ পেলে
                থাকি দূরে-দূরে
ফয়দা হাসিলে মোরা
                গাই সুরে-সুরে ।


প্রভুদের সু-নজর
                তালাশেই মগ্ন
কোন ঝুট ঝামেলায়
                থাকেনা-তো লগ্ন ।


ঝড়-ঝঞ্ঝা ঘোরে-ছাতা
                সু-শীলের স্বর
উপদ্রব হাঙ্গামাতে
                দূর-দূর সর।


নাক সিটকায়ে বলি
                ওরা সব চোর
মোরা শুধু সাধু-সৎ
                 নির্মল ভোর ।


কথার-তুবড়ি ছোটে
                 বলি হেথা-হোথা
বচনে বয়ানে মধু
                 মন কাড়ে তথা ।


সময়ে বাকবাকুম
                 মাথা ভরা টায়রা
স্বার্থচিত্ত সিদ্ধহস্ত
                 তাই সুখে পায়রা।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ৩০/০৩/২০১৬


অনেক কবিবন্ধুর আপত্তি বিবেচনায় নিয়ে কবিতাটির নাম পরিবর্তন করে মধ্যবিত্তের স্থলে কায়েমী স্বার্থবাদ করা হলো।