তাদের মাঝে খুঁজি আমায়
পিতৃহারা শিশু
জীবন নামের গদ্যগুলো
কষ্টে লেখা শুরু;
হতভাগী মা-যে তাদের
আদরমাখা মুখ
তারই মাঝে খুঁজে ফেরা
দুঃখ-ভোলা সুখ।


তাদের মাঝে খুঁজি আমায়
দুরন্ত যে কিশোর
বন্ধু-স্বজন প্রতিবেশীর
অভাব দেখে কাতর;
দারিদ্র আর অনটনে
অর্ধ-ভরা উদর
অন্ন-ক্ষুধা তাড়া করে
নতুন নতুন দ্বার।


তারই মাঝে খুঁজি আমায়
লক্ষ্যে ছুটে চল
নয়কো ভীত পেরিয়ে যেতে
বাধার বিন্ধ্যাচল;
সমব্যথী সংবেদনশীল
সহায় অকাতর
নিজের গুণে পূর্ণ সে-যে
ধন্য জীবন ভর।


তারই মাঝে খুঁজে ফিরি
অবাক করা ভোর
আলোর রেখা ছড়িয়ে পড়ে
দিগন্তেরই পর;
সবুজ ঘেরা সতেজ করা
মায়ায় ভরা গ্রাম
মানুষগুলো মিলেমিশে
থাকে একটি প্রাণ।


সারি সারি সবুজ আঁকা
মাঠের পরে মাঠ
কৃষক ছোটে ফসল তুলতে
ব্যস্ত নদীর ঘাট;
নদীর দু’ধার রূপের বাহার
মনকে বিভোর করে
সরষে ফুলের হলুদ হাসি
হাতছানি দেয় যারে।


তারই মাঝে খুঁজি আমায়
দৃপ্ত দৃঢ় শপথ
জীবন-যুদ্ধে সংগ্রামী সে
ছেড়ে না যায় পথ;
স্বাধীন উদার মুক্ত মনন
সজাগ স্মৃতিপট
পরাজয়কে মানতে নারাজ
দ্বিধাহীন-স্থির অটুট।


সত্যবাদী অসীম প্রেরণা
বিশ্বাসে অটল
আপন কর্মে নিমগ্ন সে
আস্থা অবিচল;
তাদের মাঝে খুঁজি আমায়
আমার মধ্যে তাদের
মানব হিত কল্যাণ ব্রত
উদ্দীপ্ত চিত্ত যাদের।


ফিরোজ, ঢাক থেকে কুয়াকাটার পথ, ০২/০১/২০১৫