শ্যামল গাঁয়ের শ্যামলা মেয়ে
মন বধূয়া তুমি
বিরুৎ লতার বীণার সুরে
হৃদয় আকাশ চুমি।


প্রণয়-কুসুম সাঁঝের তারা
গলার মণিহার
পরান পাখি মন বধূয়া
ঘুচায় হৃদয় ভার।


হিজল দীঘির স্বচ্ছ জলে
পদ্ম ফোটা হাসি
মন বধূয়ার ঠোঁট দুটি লাল
তৃপ্তি রাশি রাশি।


বৃক্ষশাখে পাতার ফাঁকে
হলদে পাখির স্বর
মন বধূয়ার প্রাণের ছোঁয়া
আমার ঘরের পর।


আম্রমুকুল ভ্রমর আকুল
চক্ষু অনিমেষ
মন বধূয়ার মন-মাতানো
দীঘল কালো কেশ।


গুল্ম ঘেরা সতেজ করা
সবুজ ঘাসের চাদর
তুমিই মধু আমার বধূ
ভালোবাসা আদর।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১২/০৫/২০১৬