মানুষ নামের দেহ-খাঁচায়
কী থাকেরে ভাই
নিদ্রার কোলে পড়লে ঢলে
সে জিনিসটা নাই৷


ঘুমের মাঝে ঘুমের বাঁকে
চললে হাজার গান
সুর লহরী মধুর কণ্ঠ
শুনতে না পায় কান৷


নিদ্রাঘোরে রইলে পড়ে
যতই করো পান
টক-মিষ্টি হলেও জিভে
পায়-না আস্বাদন৷


চক্ষু মুদে হাজার স্বপ্ন
যায় যে দেখা ঘুমে
ঘুমন্ত চোখ মেলেও পাতা
পায় না ছবি ফ্রেমে৷


ঘুমের মাঝে নাকের কাছে
ফুলের ডালি নিলে
যতই সুবাস থাকনা ফুলে
ঘ্রাণ কভুনা মিলে৷


সজাগ যে-জন সে-জন কেবল
পায় যে অনেক প্রীতি
ঘুমের দেশে থাকলে নাপায়
চর্মে অনুভূতি৷


শ্রবণ, স্বাদ আর দৃষ্টি বলো
কোন সে শক্তির শান
ঘ্রাণ, স্পর্শের জন্যও সেই
শক্তিই আনে প্রাণ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৬/০৫/২০১৬