গ্রামের বাড়ির চৌহদ্দি-বেড়াতে
জন্মানো লতায় ফুটে থাকে
নীলকণ্ঠ ফুল
দিগন্তের সবটুকু নীল
গিলে নেয় কণ্ঠে
ঢুকে পড়ে নীল চাদরের নীচে।


শহরের ব্যালকোনিতে
শখের টবে লতানো গাছ
ফুটে ওঠে নীলকণ্ঠ ফুল
নীল মাখানো গায়ে
জলে ভেজে, রোদে পোড়ে।


দিনের পর দিন
রাত শেষে ভোর
নীলকণ্ঠিরা ফোটে
আবার নেতিয়ে পড়ে
শুকিয়েও যায়!


ফিরোজ, দিলকুশা, ১৮/০৫/২০১৬