তোমার উপর ভর করে যে
তোমায় আমি রুখি
আটক কপাট চোখ মুদিয়ে
দিগন্তে দেই উঁকি।


যদি রূপান্তরে বিকাশ হয়
বুদ্ধির ক্রমোন্নতি
তবে রূপান্তরে নয়-বা কেনো
বুদ্ধির অধোগতি?


শাখামৃগ থেকে বিবর্তনেই
যদি মানুষ হয়
সেই বিবর্তনে তবে মানুষ
কেন বানর নয়?


সীমার ভিতর দিয়েই ওঠে
মুক্তবোধের ঢেউ
সীমাবদ্ধ প্রেক্ষিত বিহীন পায় না
চিন্তার মুক্তি কেউ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২২/০৯/২০১৫