(২০০০ সালের দিকে বসনিয়া হারজেগোভিনায় সংঘটিত যুদ্ধের প্রেক্ষাপটে রচিত)


আমি শৃঙ্খলিত, শিকলবন্দি
অর্গল ভেঙ্গে, দুপাখায় ভর দিয়ে
আকাশের নীল ছুঁতে চেয়েছি
মুক্ত বিহঙ্গের মতন।


কিন্তু হায়!
বিষাক্ত ছোবল হানে বিষধর সাপ
উন্মত্ত ধূর্ত শেয়ালের থাবা
ক্ষত-বিক্ষত ডানা
তামাম অঙ্গ-প্রত্যঙ্গে তীক্ষ্ণ নখরাঘাত
বীভৎস নির্যাতনের চিহ্ন শরীরে।


আমি স্বাধীনতা চাই
আমি স্বকীয়তা চাই
অধিকার ফিরিয়ে নিতে
আজ আমি প্রতিবাদী, উচ্চকিত।


হে পৃথিবী বিবেক
আমার কি বেশী অপরাধ?


ফিরোজ, দিলকুশা, ২০০০ সাল