ইদানীং বেহিসাবী হাতগুলো
রক্তের খেলায় ভীষণ নিশপিশ করে
কারো কারো হাত
মুণ্ডু ছেঁড়া রক্তে লালে-লাল
ধর্মের নাম নিয়ে ভয়ানক অধর্মের পথ
কারো কারো হাতে লেগে আছে
বুলেটে ছিদ্র বুকের ফিনকি দেয়া রক্ত
আইনের মোড়কে চরম বেআইনী কাজ
তুমি ভীষণ ক্ষুব্ধ, তাই ওদের
বেঁচে থাকার অধিকার নেই
একবার ভেবে দেখ, তোমাকেই-বা
কে দিল বেঁচে থাকার অধিকার
উগ্রতার জঠরে মহা-উগ্রতার জন্ম
কালো মেঘে পড়ে যায় ঢাকা
শান্তির সোনালী সকাল৷


ফিরোজ, ১৩/০৬/২০১৬, চট্টগ্রাম