যদি অন্তর অলিন্দে অলীক কল্পনারা
প্রতিনিয়ত মেতে ওঠে অদ্ভুত-উদ্ভট খেলায়
তার সাথে নেতিবাচক চৈতন্যের মিতালী হলে
দাম্ভিকতা, দুঃখবিলাস নড়েচড়ে বসে
সন্দেহের ফানুসে ক্রমাগত গাঁথা হয়
বিনিসুতোর গতানুগতিক কষ্টদায়ক মালা
অযথার ক্লেশকর একরাশ ক্লেদ
শতচ্ছিন্ন ডানা মেলে আকাশে
পরিযায়ী সুন্দরের কাছে
হেরে যায় স্থায়ী সৌন্দর্যেরা
মন থেকে মনে বেড়ে যায় দূরত্ব
রচিত হয় অবিশ্বাসের অভেদ্য দেয়াল
স্বপ্নেরা ক্রমেই মরে যেতে থাকে
গড়ে ওঠে এক কঠিন দুঃস্বপ্নের সৌধ
এমন দুর্বিপাকের অবশেষ-সমাপ্তি
ভারী দুঃসহ যন্ত্রণার।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২২/০৯/২০১৬