প্রিয় ফুলে সবই ভুলে
মনে লেগেছে যে দোল
লাজে নত দেখি যত
গালে পড়েছে যে টোল ৷


চোখে চোখে কথা থাকে
বুকে ওঠে যে হিল্লোল
আহা খুশি ঠোঁটে হাসি
হিয়া রসে ডোবে তল ৷


হৃদহরা দিশেহারা
মুখে হারালো যে বোল
আঁখি ভরা ঝরে ধারা
ভেসে গেল যে কপোল ৷


মেঘে উড়ি লুকোচুরি
হাতে ছুঁয়েছে যে নীল
মনে জ্বালা কানে তালা
মিঠে আবেশে বেভুল ৷


দুটি হাতে পদপ্রাতে
তোলে বায়ুতে হিন্দোল
নাচে তিথি বনবীথি
এ মন হারিয়ে আকুল ৷


কাছে পাওয়া কি যে মায়া
বিনি-সুতোরই বাঁধন
হলে সাথী কি যে প্রীতি
অতি হলে যে আপন ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১১/১০/২০১৬