আধো-বদন পূর্ণিমার চাঁদ দেখে
আমি পিয়াসি সুন্দরের
হৃদয়েশে প্রীত হৃদ-অম্বরের প্রশস্ততায়
উদার হলাম আমি
তোমার পায়ে পায়ে পর্বত অবিচলতা
তাই আমি দৃঢ়, অচঞ্চল
হরিণাক্ষী অনিমেষ দৃষ্টিতে পরাজয় মেনে
আজ আমি স্বয়ংসমর্পিত
তুমি প্রণয়িনী
প্রেমের পেয়ালায় পূর্ণ নিষিক্ত হলাম
হয়ে গেলাম প্রেমিক পুরুষ
অনুপ্রাণনে তোমার ডুবে যাই কর্মে
কর্মকুশলী হয়েছি আমি
তোমার মাঝে প্রকৃতির উচ্ছলতা
হয়ে উঠেছি প্রাণবন্ত, সজীব ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৬/০৬/২০১৫