(ছোটদের ছড়া)


বলতো চাচু! দোয়েল পাখি
দেখতে কেমন?
সাদা-কালো রঙ মিলিয়ে
মনের মতন ।


ভোর বেলাতে আঙিনাতে
দেয় যে দোলা
মিষ্টি সুরে যায় সে ডেকে
ভুবন ভোলা ।


লেজটি উঁচু দুরুদুরু
তার যে চলা
অপরূপ রূপের ভাষায়
হয়না বলা ।


কাজল কালো দেখতে ভালো
তার সে আঁখি
সে যে আমার বাংলাদেশের
জাতীয় পাখি ।


ফিরোজ, গোয়ালপাড়া, খুলনা, ১৯৯৫