একটি ইশতেহারে
প্রতি হস্তে, প্রতি পায়ে, প্রতি মস্তকে, প্রতি কণ্ঠে
জ্বলে ওঠে দ্রোহের আগুন
কেঁপে ওঠে মসনদ
আগুনে পুড়ে ছার-ক্ষার, দিশেহারা স্বেচ্ছাচারী
অতঃপর সময়োচিত বিরতি
অনন্তর আরেকটি ইশতেহার
পুনর্বার জ্বলে ওঠে বিদ্রোহের দাবানল
আবার বিরতি, আবার ইশতেহার
ক্রমাগত চলতে থাকে
অতৃপ্ত ইশতেহারে
অন্তহীন জ্বলতে থাকে দ্রোহের আগুন !!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/১১/২০১৬