নির্মম ছিপি এঁটে দিয়েছি মুখগুলোতে
ওরা এখন গোমড়ামুখো
কালির উৎসমুখে শক্ত আস্তরণ
অভেদ্য গঁদে আঁটা কলমের মোচ
সেই কবে ...
ছাপার অক্ষরগুলো খাঁচায় বন্দী
ডিজিটাল কী-গুলো
ডিজিটাল লকারে আটক
সেরা সেরা উত্থিত মস্তিষ্কগুলো
অনেক আগেই বন্ধক নিয়েছি
বিবশ কুলুপে নিশ্চুপ তারা ।


বড্ড বেশি লম্ফঝম্প তোর
খুব বেশি বাড় বেড়ে গেছে তোর
অন্তঃপুর চিন্তনে অবিরত তড়পানো
স্বৈর-প্রেতাত্মা আমি
তোর মনন মগজ চিবিয়ে খাব !!


ফিরোজ, দিলকুশা, ০৫/১২/২০১৬