সেদিনের আচ্ছন্ন-নিবিষ্টতার ঘোরে
উপলব্ধির কর্ণকুহরে কার যেন ফিসফিস স্বর
ওহে ! নিঃঝুম ঘুম ভেঙ্গে ওঠো
কান পেতে শোন
নিসর্গের নিমগ্নতা কি বলছে তোমায়
সৃষ্টির অবিরত ক্রমধারা
নিগূঢ় অনুভবে কিসের কথা বলে ?


সে স্বর যেন চুপিচুপি অভিসার একান্ত নিবিড়
আপাত বিপরীত সৃষ্টির মূলে প্রেম
সৃষ্টির ক্রমাগত বয়ে চলা বহুদূর আগামী
অন্তরালে লুকায়ে আছে
শুধুই তাঁরই বাঞ্ছা, দয়া, তাঁরই প্রেম ৷


কি হবে বলো
ঘৃণা বা প্রতিহিংসার আগুন জ্বেলে
কক্ষচ্যুত নক্ষত্রের মতো লক্ষ্য হারিয়ে
অতলে পড়তে হবে ধ্বংসের সীমানায়
জ্বলুক-না অবিরত জনে জনে
লক্ষ্যে অটুট উদ্ভাসিত প্রেমের বাতি ৷


ফিরোজ, দিলকুশা, ১৪/১২/২০১৬