নিয়তির বিপরীতে ছুটে ছুটে
কতটুকুইবা এগোনো যায়, স্মৃতিও ঝাপসা হয়ে যায়
সেই কবে থেকে গদ্য লেখা শুরু
জীবনের খসড়া কাগজে
এখনো লিখে চলেছি নির্ভেজাল খসড়া
যতই ছন্দ মিলাতে যাই সব হয়ে পড়ে গদ্য
শুনেছি ঐ গোধূলির কাব্যপটে
নিত্য খেলা করে জীবন-ছন্দ-রস
দিগন্তের কাছাকাছি নিসর্গের সবুজ
আর কোমল রঙের মেলা
ঘোরলাগা বসন্তের তালে ছুটে যাই সোল্লাসে
অনাবৃষ্টির শুষ্কতায় উধাও হয়ে যায় তাও
আজও উপুড় হয়ে পড়ে আছি
ছন্দহীন গদ্য লেখা জীবনের খসড়া কাগজে ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী থেকে দিলকুশার পথে, ০৭/১২/১৬