একটি অতিকায় অর্ণবপোত, অসংখ্য যাত্রী
যানের তলদেশে ক্ষয় ধরেছে
কারো কারোর অতি উৎসাহ, ভিতর হতে
পূর্ণ উদ্যমে সে ক্ষয় বাড়িয়ে তোলার কাজ
যাত্রীসহ সে যানের অবশেষ পরিণতি
বারিধির অতলে সলিল সমাধি !


একটি জনবহুল সুন্দর প্রিয় দেশ আমার
ভিত্তিমূলে ক্ষয়রোগ
ধীরে ধীরে রোগের বিস্তার ভয়ানক
দূষিতচক্রের ক্রমাগত প্রসারিত স্পর্ধিত হাত
মানুষ গড়ার আঙিনায় শয়তানের ভর
একটি প্রাণবন্ত ফুটন্ত কলি
সে আঙিনা হতে ভীষণ ক্ষয়রোগে আক্রান্ত
অতঃপর শত-শত, হাজার-হাজার
লক্ষ-কোটি রোগাক্রান্তের মিছিল
ক্রমেই বেড়ে চলেছে সে মিছিলের কলেবর
বাকি শুধু অভিমুখে
ক্ষীণ হতে ক্ষীণতর নুয়ে পড়া দেশ !!!


ফিরোজ, দিলকুশা, ১৯/১২/২০১৬