(বিগত ০৮/১২/২০১৬ তারিখে প্রিয় কবি অনির্বান শান্তারা (অনম্র কবি)-এর আসরে পোষ্টকৃত ‘কি হবে কলম দিয়ে’ কবিতাটি পড়ে আমার অন্তরে যে নিজস্ব ভাবের উদয় হয় সে প্রেক্ষিতে এই কবিতা লেখা । কবিতাটি আসরের প্রিয় কবি অনির্বান শান্তারা (অনম্র কবি)-এর প্রতি উৎসর্গকৃত ।)


হ্যাঁ, কলমেরই কথা বলছি ! কলম !
তুমি দৃঢ়ভাবে লিখে যাও
নিরাপোষ শিরদাঁড়া স্বাধীনতার কথা
ক্রমাগত লিখতে থাকো ভাগ্যহতের নিদারুণ কষ্টগাঁথা
নিরন্নের চিৎকার হোক কলমের ডগা
ক্ষুধার্তের পাগলা ঘন্টাধ্বনি উত্তুঙ্গ হোক কলমে
কলমের কালি হোক উজ্জ্বল আলোক রশ্মি
শিক্ষার দীপশিখা জ্বেলে দিক আজন্ম অন্ধের চোখে ।


কলম সেতো অবাঞ্ছিত অবহেলা রুখবে বলে
মহাশব্দতরঙ্গের প্রতিবাদী ভাষা
কলমে কলমের ঘর্ষণে বারুদ স্ফুলিঙ্গ হবে
অসংযত মুখ, মুখোশ, অশ্রেয় কদর্যতার মসনদ
পুড়িয়ে করবে ছাই
সত্য কথনের প্রতিবাদী ঝড় হবে কলমে
সে ঝড়ো প্রবাহে অগণন হাত
ঊর্ধ্বে তোলা, বজ্র-প্রলয় নৃত্যের মহাঝাঁকুনিতে
তছনছ কাঁপন তুলবে
কথিত সব ভাগ্যবিধাতার সকল আসনে ।


কলম তুমি শান্ত-স্থির নও
তুমি উষ্ণ রুধিরের কল্লোলিত মহাবিদ্রোহ ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৮/১২/২০১৬