প্রেমেতে রহম দিল, প্রেমেতে ভজন
ভাবুক নিরালে সেতো, চোখে বরিষণ
অবিরত তাঁর কথা, নিত্য মজনুন
আশিক মাশুক প্রীতি, প্রাণ উচাটন
যে যার রূপেতে মজে, প্রেমের সাগর
প্রেমের সরাব পিয়ে, নিমগ্ন প্রহর
যেমন পতঙ্গ জ্বলে, প্রেমেতে আলোর
প্রেম রোশনিতে জ্বলে, হয় একাকার ।


শূন্য শূন্যতায় দেখা, অবুঝ বেতাল
অবোধ পাগলপারা, যেন ক্ষণকাল
চকিত সম্বিত ফেরে, পরধাপ পরে
অনুভবে মন মাতে, সুখের আকরে
মহাপ্রেমে মহীয়ান, অনন্ত অসীম
তাঁরই তরে বন্দেগী, তিনিই করীম ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২২/০১/২০১৭