(১)  স্বপ্নের গড়া  


স্বপ্ন সাজিয়ে তোলে প্রত্যাশিত প্রাণের বাসর
স্বপ্নভঙ্গে হয় হৃদয়ে রক্তক্ষরণ
গড়ে তোলে ক্ষরিত রক্তের ঝরনাধারা
স্বপ্নবিহীন ব্যথাও নেই, নদীও নেই ।


(২)  স্মৃতি যদি


স্মৃতি যদি আগ্নেয়গিরির বুদ্‌বুদ্
সে স্মৃতি ভুলে যাব
নতুন কোন প্রাণে নতুন কোন ঘর
বিনি সুতোয় বাঁধবো ।


(৩)  সংকীর্ণ ইতিবৃত্ত


ইতিহাস সংকীর্ণ হলে, চিরকালই
বিজয়ীর পতাকায় হাওয়া দেয়
সত্য মিথ্যার মিশেলে ভারী দম্ভ তার
সময়ের সংস্পর্শে
সংকীর্ণ ইতিবৃত্তে ক্ষয় ধরে
কালের ছাঁকনিতে চুর চুর ঝরে পড়ে ।


ফিরোজ, দিলকুশা, ১১/১২/১৬, পল্টন, ২৯/১২/১৬,  সিদ্ধেশ্বরী, ০৪/০১/১৭