আগেই সারা তল্পিতল্পা
মুৎসুদ্দিতেই ভার
সবই খেয়ে একে একে
মাগুর প্রীতি তার ।


দরদিয়া ভদ্দরনোকের
এ-কী অবাক কাণ্ড
বিষ্ঠার গায়ে উষ্ঠা খায়
জীবন লণ্ডভণ্ড ।


ভীষণ জ্ঞানী ভাবে তারা
সার-শূন্য অন্তর
দাবাই খোঁজে আশেপাশে
মন-খানা বান্দর ।


গরিমাতে সাজ প্রশস্ত
নষ্ট মুখে মুখোশ
সাফ সুরতে বহির্ভাগ
দিল-হারা উপোস ।


মানুষ ভেদে নীতিকথা
আপেক্ষিক অন্তর
ন্যায়ের প্রতি নিম্নরুচি
একচোখা বিচার ।


ভরা ভ্রষ্টাচারে ভণ্ডামি
অবিশ্বাসী অন্তর
ধূর্তামিতে ভীষণ পটু
আস্থা-বিহীনতার ।


মানবিক মুখোশ পরা
বায়ের দিকে গতি
কেহ তারা শেষ বিকেলে
পায় ফিরে সুমতি ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২০/০১/২০১৭