শিমূলের রাঙা ডালে, হাসছে সকাল
সেজেছে পলাশ বীথি, থোকা থোকা লাল
কাননে সুরভি ডালা, ভরে ওঠে প্রাণ
পাতার আড়ালে বাজে, কোকিলের গান
ঝরা পাতায় মর্মর, মেলে কিশলয়
মুকুলিত আম্রকুঞ্জ, পুলকে হারায়
কমনীয় বসন্তের, হলো আগমন
জেগেছে হৃদয় মোর, জেগেছে মনন ৷


ফাল্গুনী হাওয়া বহে, রাঙিছে প্রভাত
অকৃপণ দয়াময়, করুণার হাত
দিয়েছো উজাড় করে, তুমি হে মহান
তোমার প্রকাশ সবে, তুমি অমলিন
বিনম্র নয়নে দেখি, সুনীল আকাশ
আমার দিলের মাঝে, তোমার বিভাস ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৩/০২/২০১৭