মায়ের সবুজ আঁচল বিছিয়ে রাখা মাঠে
সেদিন কম্পিত দুটি পা ছুঁয়েছিল
সে আঁচলের ঢেউ-খেলায় মমতার স্নিগ্ধ স্পর্শ মাখা
দোলায়িত ধানের শীষের অদ্ভুত আলোড়ন
মুগ্ধকর আবেশে হৃদয় আন্দোলিত
ভোরের শিশির নোয়ানো পাতার ভাঁজে ভাঁজে
লুক্কায়িত আর্দ্রতায় ভিজে গেল মন
পাশ ফিরে দেখি ঝোপঝাড়ে অনাবিল উদ্ভাস
গুল্ম লতা জড়িয়ে আছে ভালবাসার পরশ নিয়ে
লাজে নত বুনোফুলের অপরূপ রাঙাহাসি
পাপড়ি মেলা কুসুমসৌরভে মুখরিত ভ্রমরের গুঞ্জন
নিহারসিক্ত অম্বিকাঁচলে ঢাকা বুনোপথ
জড়িয়ে ধরে পা, করুণ মোলায়েম স্বরে ডেকে কয়
সবুজের রঙ জাপটে ধরো বুকে, বড় শক্ত করে
এ যে মায়ের সম্ভ্রমের রঙ !
প্রাণপণে মান রাখো তার সমুন্নত !!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৫/০৩/২০১৭