চিরকাল তুমি অধরে জড়ালে
রেখে আগলে বাহুডোরে
পৃথিবীর বেড়ি ছিঁড়ে দিয়ে গেলে
ভালবেসে বহু তাঁরে,
আনত বদনে লাজে মুখ রাঙা
ভালবাসা কী যে সুখ !
হঠাৎ হারালো ধরণীর কালো
আলোকিত ভরা বুক,
আবেগে মথিত জাগতিক প্রেম
আছে অবিরত যার
পৃথিবী থেমেছে সেই ভালবাসা
ছিল কার কবেকার ?
থমকে দাঁড় করা সময় নাশিতে
গতিময় প্রেমোডোর
নীরব বন্ধনে কেটে যাক তব
পৃথিবীর যতো ঘোর,
প্রেমের বসনে ভূষণে অধীর
সেই তাঁরে খুঁজে পাক
পথিকের প্রেম অমলিন হোক
এ পৃথিবী থেমে যাক ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৩/০৪/২০১৭