আমার মাতৃভূমি ঘড়ির কাঁটায় জড়ানো
সুখ দুঃখের প্রাত্যহিক দিনরাত
খোলা আকাশে মেঘপুঞ্জের ছাদ
সাদা মেঘের পালকে ভালবাসার ঘ্রাণ
অস্তিত্বে, হৃদস্পন্দনে মিশে থাকা
একখণ্ড স্বপ্ন-সাধের সঞ্জীবনী প্রেরণা
রক্তে ভেজা ইতিহাস ঠেলে ঠেলে
আপন অভিরুচিতে গড়ে তোলা
একটি পতাকা, আমার মান, আমার আব্রু ।


নির্লজ্জ দুস্থ সময়ের প্রসারণে
ঘিরে ধরা তমসার নির্জীব স্থবিরতা
ভীতির পাহাড় যেন স্কন্ধের উপর
ওরা মাতৃভূমির গেড়ে বসা দেবদূত
প্রভুর সন্ধানে ব্যতিব্যস্ত
হতভাগ্য সাধারণ, ভিটামিন-ডি-হীনতায়
কুঁজোবুড়ির গল্পের আসরে মগ্ন
মুখে মুখে ঘুমপাড়ানি রূপকথার বীর – ডালিম কুমার ।


অথচ এখন আমার সার্টের বোতাম
নির্ধারণ করে দেয় অন্য কেউ
আমার গলায় রশি পড়ে অন্যের ইশারায়
অদৃশ্যে ঝুলন্ত চেয়ারের ফোম
কেদারার দেখা পেতে প্রভুর কখন মরজি হয়
সাধের স্বাধীনতা সুক্ষ্ণ থেকে সুক্ষ্ণতর অনুভূতি
কেবল একটি কুরসিনামা
এক প্রভু ছেড়ে অন্য কোন প্রভুর পদলেহন ।


ফিরোজ, মগবাজার, ০৯/০৩/২০১৮