হেলে গোধূলি-সূর্য সন্ধ্যা কালে
সাঁঝের তারাটি প্রদীপ জ্বালে
তারকী আকাশের পূর্ণশশী
আলোকে ঝলকি জোছনা নিশি ।


অপূর্ব শোভা যামিনীর কোল
মোহিত রাত্রি আবেশে কোমল
স্নিগ্ধ জ্যোতি অনুরাগে গভীর
হারায়ে মন উদাসী অধীর ।


জোনাকি রাতের চন্দ্রিমা তিথি
পুলকে নাচিছে কামিনী বীথি
সুরভী সুবাসেরা ডালি মেলে
হাসনাহেনারা দু-নয়ন খোলে ।


মলয় বহে যে কুঞ্জকাননে
মৃদুমন্দ ধ্বনির গুঞ্জরনে
আপন চিত্তে মিঠেসুর তুলি
খেলিছে নবীন ফুলের কলি ।


গভীর নিশি মেখেছে মদির
তন্দ্রাতে নিঝুম স্বপ্ন মধুর
ফুলের রাণীর টুটেছে ঘুম
শিহরে চমকী প্রিয়াতে চুম ।


নিশুতিতে মজেছে বিশ্বলোক
নিদ্রালসে বিভোর কল্পলোক
ঘোর তন্দ্রা ছেড়ে মেলে যে আঁখি
হয় হর্ষাবিষ্ট ভোরের পাখি ।


কোলাহলে চোখ খোলে নির্জন
এ নিখিল ধরা বিশ্ব অঙ্গন
মিনারে মিনারে ওঠে আযান
নতুন আলোকে জাগে যে প্রাণ ।


ফিরোজ, টিকাটুলি, ০২/০৭/১৯৯৯