খুব ব্যস্ত পথে মগ্ন ভোর
সময় জ্ঞানহীন রাজবহর
বেসাতে দখল ফুটপাতগুলো
ঠমকে ঠসকে রঙবাহার
মানুষের গতি গলিপথে
আজব শহর রূপনগর !


খুশি নগরপিতা নগরবিদ
ঢেকুর উঠানো তৃপ্তমুখ
শাওনের ধারা মনোহরা
পানির নহর পথে সুখ
ঘাট ছেড়ে তাই রাস্তাপরে
তরণীর দেখা কৃষ্ণবুক ।


এই নগরের মহাকাজি
ভারী সুরসিক চলে সোজা
বিচার আচার দিব্যজ্ঞানে
নির্দোষীর হয় মস্ত সাজা
সদোষ কলায় ধুন্ধুমার
তার খেতাবেই বীণ বাজা ।


ভাষণ শাসন অপরূপে
হাতে রাজশক্তি শক্তদণ্ড
হরেক খেলায় বিধিভঙ্গ
নগরে রক্ষীর মহাকাণ্ড
চেলায় চেলায় লাগে যুদ্ধ
সুরক্ষাসভ্যের সভা পণ্ড ।


হলি পাগলপারা ছুটে ছুটে
সব গলিপথে নগ্ন পায়
রাজা রঙ্গরসে আছে মজে
তারে খুঁজে নিবি এ সময়
সকল শহর ছেড়ে ওরে
এই রূপনগরে তোরা আয় ।


ফিরোজ, দিলকুশা, ০৯/০৯/২০১৫