সে রাত ছিল
ভীষণ ভীষণ
শীত জড়ানো রাত,
গভীর রাতে
পায়ে পায়ে
যাচ্ছি বাড়ির পথ।


একলা ভারী
গা ছমছমে
পরান ধরে টান,
এবার বুঝি
যাবেই যাবে
দেহে থাকা প্রাণ।


মান্দার গাছের
তলায় তলায়
ভূতের মেলা হয়,
ঘাড় মটকাবে
নেচে নেচে
ভূতের চেলা কয়।


দাঁত কড়মড়
চিবায় চিবায়
হাড়গুলোকে খায়,
মড়ার হাড্ডি
হাতে হাতে
কী যে মজা পায়!


ভূতের রাজা
হেঁকে হেঁকে
কী যেন কি চায়,
ভূতের বউয়ে
নোংরা নোংরা
দাঁতগুলো মেলায়।


জোর কদমে
দুরু দুরু
বাড়ির দিকে ছুট,
ভূতের দলে
ধরে ধরে
নয়তো কথা ঝুট।


রোম খাড়ানো
ভয়ে ভয়ে
স্বপ্নে ঘেরাও হই,
ঘুমের সুতো
ছিঁড়ে ছিঁড়ে
প্রাণটা ফিরে পাই।


ফিরোজ, মগবাজার, ১৫/০১/২০১৮