মানবতার মড়া ঠুকরে খাবে বলে
শকুনেরা দলবদ্ধ, একজোট তারা
রোহিঙ্গা নামের দোপেয়ে প্রাণীর
লাল রক্তের স্বাদ অতীব রোমাঞ্চকর
নিজস্বার্থ যখন প্রধান প্রশ্ন
মানবতা কিংবা শান্তি নোবেলের ভেল্কি
কোথায় উবে যায় ... !
বুদ্ধের অহিংস বাণীও লাপাত্তা !
নাফ নদীর জলে ভেসে ওঠে
ফুলে উঠা মৃত রোহিঙ্গা শিশুর লাশ
সীমান্ত-মাইনে ছিন্ন-ভিন্ন রোহিঙ্গা
রোহিঙ্গা এক নিকৃষ্ট প্রাণীর নাম !
ওদের রক্তে জমিন কিংবা নদীর পানি লাল হলে
শিকারীর রক্ত খিলখিলিয়ে হাসে
নিষ্ঠুর নির্মম হিংস্র নেকড়েরা
ঝাঁকে ঝাঁকে তাড়া করে রোহিঙ্গা
অসহায় হরিণীর মতো দিগ্বিদিক ছোটাছুটি
ঊর্ধ্বশ্বাসে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারায় নাফ নদীতে
মানবতার মড়া ঠুকরে খাবে বলে
আজ সব শকুন একজোট ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৮/০৯/২০১৭