নিবিড়ে অফুরান ভালোবাসার গুপ্ত অনুভব
কভু ব্যক্ত করার নয়
নাসারন্ধ্রে গোলাপের অবারিত সৌরভ
তবুও ভাগ করে নিতে পারিনা


তোমার বাসন্তী বসনে হৃৎপিণ্ডটা জড়ানো
উষ্ণতায়, সীমাহীন বাসনায়, নিয়ত বন্দি রই
হাজার-লক্ষ-কোটি দিন-রাত্রিতে
বারংবার চন্দ্র-সূর্য উদিত হয়, অস্ত যায়
দৃষ্টির বাইরে রয়ে গেলে, দূরে-বহুদূরে
তবু গহীনের গোপন অলিন্দে
বসে আছো তুমি, গভীর অনুরাগের আসনে


অচ্ছা! আবার দেখা হলে …
রাগ করবে তুমি, নাকি অভিমান?
অভিমানিনী! একটু না হয় কাছে এসো
দিবা-রাত্রিতে এক সমুদ্র অদৃশ্য-কষ্ট
কল্পনায় ভালোবাসা আকাশে ওড়ে …


ফিরোজ, মগবাজার, ১৪/০২/২০২১