ধীরে ধীরে গড়ে ওঠা
ভীতির অদৃশ্য প্রাসাদ কেন্দ্র, এক লুব্ধ সত্তাকে
টিকিয়ে রাখার নিরন্তর প্রয়াস
প্রচ্ছন্ন চার দেয়ালে ঘেরা লুব্ধ পিট পিট চোখ
অন্ধকার পাঁচিলের আড়ালে জ্বলে সারাক্ষণ
ভীষণ এক ভয় তাড়া করে নিয়ত
তাকে ঘিরেইতো খাড়া আছে
স্বার্থের ঘর, বাড়ি, প্রাসাদ, ক্ষমতার উল্লাস ।


জানালা নেই সূর্যের আলো পৌঁছার
কিংবা কোন ‌ঋতুর হাওয়া যেন না স্পর্শ করে গতরে
যদি বদলে যায় ! প্রাণ বায়ু উড়ে যায় !
হুড়মুড় ধ্বসে পড়বে ইটের পর ইট
মৃত্যুর মাছি পৌঁছে যাবে ক্ষমতার ঘাড় থেকে ঘাড়ে
টিকে থাকার কতো যে আয়োজন
হাতের কাছে বাঁচিয়ে রাখার আধুনিক রসদ, প্রস্তুতি
যেন ভীতির পতাকা রবে উড্ডীন চিরদিন ।


বড়ই অনিচ্ছা ভর করেছে, মৃত্যুতে অনিচ্ছা ওদের
অথচ সময়ের রেলগাড়ি ছুটে চলে বিরতিহীন
অবজ্ঞার হাসি নিয়তির মুখে
ক্ষমতার দেয়াল চিরে হঠাৎ হারিয়ে যাবে লুব্ধ অস্তিত্ব
ঘৃণার কথকথায় স্মরণ হবে বারবার ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৩/১২/২০১৬