নববর্ষের শুভেচ্ছা
        💕💕💕💕💕💕💕💕💕

    সকল কবিকে জানাই আমার
    নুতন বছরের প্রীতি,
    ভালো থেকো তোমরা সবাই
    হোক সুখ সমৃদ্ধি।

    কবিতার আসরে মনের আলো
    জ্বালিয়ে দিয়ে যাও,
    নুতন আঙ্গিকে ভাবনার সুরভী
    ছড়িয়ে সেথা দাও।

    কবিতার সূত্রে আমরা সবাই
    একে অপরের বন্ধু,
    মনের ভাবনার আদান প্রদানে
    গড়েছি কবিতা সিন্ধু।

    অক্ষয় হোক, কবিতার আসর
    জুড়ে থেকো সবাই,
    নাই বা হোলো, দেখা সাক্ষাৎ
    বন্ধুত্বের বাধা নাই।

    সাল ২০২১ বিদায় নিলেও
    রেখে গেছে রেশ,
    ঈশ্বরে ,মোরা করি প্রার্থণা
    এর যেন হয় শেষ!!

   🌻🌻🌻🌻🌻🌻
               শম্পা দত্ত