তুমি ফুল, তুমি মাটি, তুমি চাঁদ!
হৃদয়ের গহীনে তোমার অবস্থান,
মুঠো মুঠো ধূলির পরশে হৃদয় সুবাসিত
সূর্যের মত স্বপ্ন ডুবছে আর উঠছে-
হঠাৎ যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে সৈকতে
অসহায় ঝিনুককে নিয়ে যায় গভীর জলরাজ্যে!
সাহসী ঝড়ের বুক ফুলিয়ে তাল গাছের মাথা ছোঁয়া
সবকিছুই যেন তোমারই স্মৃতি রোমন্থন করে
তুমি ধূলি, তুমি ঢেউ, তুমি ঝড়!
নয়নের আলোতে তোমার অবস্থান,
পাহাড়ের চূড়ায় এখনও আমার পদচিহ্ন দৃশ্যমান
তবুও আকাশ ছোঁয়া হয় নি আমার
একটা পুরনো বেহালা আর কতকাল বাজবে,
স্বপ্নগুলো এখন নক্ষত্র হয়ে গেছে
অনেক দূরে তাদের বাস--এখন ধরতে পারি না;
হঠাৎ আঁধার রাতে জানালার বাইরে তাকিয়ে দেখি
কোন প্রেত তোমার রূপ ধরে এগিয়ে আসছে
তখন ভাবি, এই বুঝি আসলে ক্লান্ত হয়ে
যখনি দরজাটা খুলি, দেখি কেউ নেই--সবই প্রহেলিকা
কারণ সত্যটা যে বিরহের ব্যথায় নতজানুঃ
জীবনের ওপারে জীবনে দাঁড়িয়ে তুমি যে পথ চেয়ে;
আমার ভালবাসাটা ঠিক আগের মত যৌবনাই আছে
শুধু আমার প্রকৃতিই যেন নুয়ে পড়েছে ষড়যন্ত্রের ভারে
এখন চাঁদের গতিতে আমার নিঃশ্বাস
তুমি আকাশ, তুমি স্বপ্ন, তুমি প্রহেলিকা!
এ বেদনার শ্বাসে তোমার অবস্থান।