নিজেকে নিয়মে বাঁধতে পারিনি
পারিনি দেউলের ভক্ত হতেও,
নিরাকার এ জীবনে স্বছতার আকুতি
বলহীন ঢেউগুলোও আজ ব্যথিত।
তাহার সেই জোছনা রাতের হাসি
সযত্নে লুকিয়ে রেখেছি বুকের কোণেতে;
প্রকৃতির তীব্র প্রতিবাদেও
আমি প্রতিক্ষারত---শুধুই তাহার জন্য।
আজ আমি দিবসের দ্বারে শাশ্বত রবি
শুধুই তোমার জোছনাটুকু গায়ে মেখে,
হৃদয় মাড়িয়ে চলে গেছ দূরে
নিরবে-- নিভৃতে-- নির্জনে-- কেন?
আজ আমি তোমার হাসিটুকু হরণ করলাম
তোমার ফেলে যাওয়া কষ্টটুকুও বরণ করলাম;
যুদ্ধ শেষে অস্ত্র হাতে তবুও নই ক্লান্ত
দিগন্তের ওপারে দিগন্ত জয়ের আগ্রহ!
আমার অর্জনটুকু আজও
তোমার পদতলে ম্লান--
তবুও তোমায় ভালবাসি
অশক্য কানভাসে খুঁজি শুধু তোমারি রঙ।
সমগ্র বিশ্ব জয় করে আজ আমি তোমার দুয়ারে
তবুও নিজের বীরত্ব ও যোগ্যতা ভারে নই ন্যুব্জ,
এতকাল পরে হলেও তৃপ্তি ভরে হৃদয়ে আমার
অনন্ত ভালোবাসার ব্যক্ততা করি তোমার চরণে নিবেদন।