মার্চ এলেই মনে পড়ে যায়,
সেদিনের সেই অলিগলি-রাজপথ কাঁপানো কিশোর-যুবা,বৃদ্ধ-ভবঘুরে
আর প্রতিবাদী তরুণের লাগাতার রক্তাক্ত আন্দোলন এবং
জীবনবাজি রাখা বুভুক্ষু নর-নারীর সংগ্রামমুখর
অগ্নিঝরা দিনগুলোর কথা...।


মার্চ এলেই মনে পড়ে যায়,
ঝাঁকে ঝাঁকে ঝাঁজালো মিছিল, মিটিং,সমাবেশ আর মুক্তিপাগল
বাঙালি জনতার উত্তাল দিনের গগণবিদারি অহরাত্র
‘জয় বাংলা’ স্লোগানের কথা...।


মার্চ এলেই মনে পড়ে যায়,
বাঁধভাঙ্গা জনতার ঢেউ খেলানো ঐতিহাসিক রেসকোর্স ময়দান
আর তেজোদীপ্ত বঙ্গবন্ধুর অঙ্গুলি নির্দেশিত উদাত্ত আহবানে
পরোক্ষে স্বাধীনতা-ঘোষণার সেই অমর কথামালা :
‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...।”


মূল রচনা : ০১ মার্চ ২০১৭ (সংশোধন ৭ই মার্চ ২০১৯)