(অং সান সু চি’কে) #


ও দিদি,মনে রাখিস...
রোহিঙ্গারাও রক্ত-মাংসে মানুষ,
আজও তোর হয় না কেনো হুঁশ ?
তোরাও মানুষ, ওরাও মানুষ,
তবে কেন তুই বে-হুঁশ !
জ্বালাও-পোড়াও কতো আর ?
হয়েছে তো হাজার বার।
খুন ধর্ষণ আগুন লুটতরাজ,
ছেড়ে দে দিদি এসব আজ !
শান্তিতে তোর নোবেল আছে,
লোকে বাজে বকে পাছে !
জান্তাকে তুই ভয় পাস ?
এরা যে হবে তোর সর্বনাশ !
এবার সাহস করে কথা বল,
বিশ্ববাসীর সাথে চল।
লাখে লাখে এলো তাড়িত রোহিঙ্গা,
স্বাধীন বাংলায় ফের হবে মঙ্গা !
এতে মানবতার হচ্ছে ক্ষতি,
ফিরিয়ে নে তোর মতিগতি।
দিদি তুই ভেবে দ্যাখ আরেকবার,
তবেই শান্তি আসবে আবার।
জাতপাত ধর্ম, বড়ো কিছু নয়,
স্রষ্টার শ্রেষ্ঠ মানুষই যে হয়।
দিদি তুই দুষ্টু লোকের মন্ত্র ভুলে,
শান্তির পথে আয় না চলে !
শত কোটি মানুষের আকাঙ্খা,
করিস না তুই আর উপেক্ষা !
অনেক হয়েছে দিদি, এবার দে ক্ষান্তি,
আর নয় হত্যা, আসুক ফিরে শান্তি।
                       # # #
রচনা: ২৬ সেপ্টেম্বর, প্রথম প্রহর, ২০১৭