রস-কষহীন এই গদ্যময় জীবন আর
ভাল লাগে না একদমই, প্রাত্যহিক কাব্য
সুর লয় তাল...সবই যেন এরই মধ্যে
ছুটি নিয়েছে এই জীবন থেকে !


প্রতিদিন একপাল প্রশিক্ষিত ভেড়ার
অংশ হয়ে আমাকেও কাটাতে হয়
অর্থ-হীন এক কর্মক্ষেত্রে...নীরবে
প্রতিবাদহীন গড্ডালিকায় !


আমারই মতোন আরও পাঁচ-দশজন
সতীর্থ-সঙ্গী তারাও কেউ বছরের পর
বছর ধরে ,কেউবা যুগের পর যুগ...
নির্বিবাদে কাটিয়ে দিচ্ছে একই অর্থ-হীনতায় !


তবু কেন ঘোর কাটে না কারও ? কী এক
বোধ যেন কাজ করে যাচ্ছে সবার অলক্ষ্যে,
ঠিক সবারই অন্তরে...! সেই সকাল থেকে
গভীর রাত অবধি চলছে বিরামহীন হাত !


চতুর রাখালেরা প্রভুর ভৃত্য হয়ে দাবড়ে
বেড়ায় ভেড়ার পাল, দেখে না একটুও,
ভাবে না মোটেই আমাদের কী হাল...,
এভাবেই জীবনটা যে হয়েছে বেতাল !


তবে কীসের ভয় ? চাকরির ? সে থেকেই বা
কী লাভ ! যাতে কোনও অর্থ নেই, প্রাপ্তি
নেই, সেতো অর্থহীন নিরর্থকই ! এই ভেড়ার
জীবন কি কখনও গতিময়,কাব্যময় হয় ?


(০৫ জুন,২০১৭-- রাত : ২টা ৩০ মিনিট)