একজন মানুষকে --
যাদের সঙ্গে দিনের এক তৃতীয়াংশ
সময়...অর্থাৎ সপ্তাহে অন্তত
৬ দিন,নানা ক্রীয়ায় অন্তরঙ্গভাবে
কাটাতে হয়, যাদের হওয়া উচিত
তার সবচে’ কাছের মানুষ,
বা আপনজন...।
অথচ---
সেই কথিত লোকগুলোর অধিকাংশই
যদি হয় - কূট, ধর্মের ধ্বজাধারী, সত্যের
অপলাপকারী, শায়লকের মতো স্বার্থপর,
শেঠজীর ন্যায় লোভী, আর শেয়ালের
মতোন চতুর...তাহলে সেই জায়গার
নিরীহ-নির্লোভ ও স্ফটিকের ন্যায়
স্বচ্ছ-সরল প্রাণীগুলোর মনোজগতে
প্রতি মুহূর্তে কী ভয়ানক দুর্দশা
নেমে আসে কেউ বলতে
পারেন... ?


১২ এপ্রিল, ২০১৭, দুপুর