আসুন আমরা মৃত্যুবরণ করি- তীব্র লাঞ্চনায়;
গলার হাড় ভেঙে-পাকস্থলিতে বিষক্রিয়ায়-শিরা উপশিরা থেকে রক্তপাতে।
আসুন আমরা মৃত্যুবরণ করি- খোলা ময়দানে;
অসংখ্য ধর্ম ও ধর্ম যাজকের ভিড়ে। কারণ,
মানবতা শেষ নিঃশ্বাস গুনছে ধর্ম যুদ্ধের রক্তস্রোতে।
বস্তুতঃ আমরাই মানবতা।
সুতরাং, সময় হয়েছে আমাদের অস্তিত্ব বিলীনের।
তারা পবিত্রতা খুঁজে পায়-
উরুতে বাধা সিলিস বেল্টে মাংসপেশীর ক্ষতে,
লোহার কাটা লাগানো চামড়ার দড়ি সহস্রবার পিঠে চালিয়ে।
তারা আত্নশুদ্ধি খুঁজে পায়-ইশ্বরের পীড়া ভাগ করে-অতীতের পাপ পোড়ায়।
বিলুপ্তপ্রায় মানবতা,
আসুন আমরা আরো একবার মৃত্যুবরণ করি-
নিজেদের মাঝে নিজেকে জাগ্রত করতে না পারার অপরাধে।
আসুন আমরা মুছে ফেলি নিজেদের- অন্তর থেকে।
এবং,
ইতিহাস ঘেটে,
আরো কিছু ধর্মের দলিল দস্তাবেজ এনে
তার প্রতিটি কলামের চর্চায় ব্যাস্ত থাকি ঠিক ততদিন; যতদিন না
নতুন কোনো ধর্ম মাথা চারা দিয়ে উঠছে।
মানবতা,
আসুন আমরা মরে যাই- ব্যাক্তিভেদের আধ্যাত্নিক বিশ্বাসে।