তার হয়ে একটি মৃত্যুর বায়নানামা লিখে দাও;
যে এক বিন্দু জল হয়ে,
ছিপি খোলা বোতল থেকে উত্তাপে উবে গেছে।
কালো মেঘে ঘনীভূত হতে হতে,
সে আজ পুনঃজনমে ক্লান্ত।
অথচ, সৃষ্টিকর্তা তার থেকে মুখ ফেরায়!
এক জীবনে অজস্র মৃত্যুতে তার আবির্ভাবের
পাপ ঘোচায়; বিশুদ্ধ করে- আদি থেকে অন্ত।