"আমি ধর্ষিতা, বিয়ে করবে আমায়?"
প্রেমিকার মুখের এমন কথা শুনে মনে হয়েছিলো, সে আমায় চেয়েও চায় না।
হয়তো "ধর্ষিতা" কোনো কলঙ্কিত জাতির নাম
যার কালি শুধুমাত্র পুরুষ জাতিতেই বেমানান;
কিন্তু প্রেমিকার মুখে দিব্যি কালি লেপ্টে দিতে পারে,
তোয়াক্কা করে না কোনো অপমান।
উত্তরে মনকে প্রশ্রয় না দিয়ে,
সমাজের নিয়মের পুনরাবৃত্তি ঘটিয়ে চোখ বুজে বলে দেবো,
বস্তুত তুমি একটা পতিতা, অন্যের কাছে তোমার ইজ্জত বিষর্জিত।
তোমার সাথে বৈধ সঙ্গম আমার মর্যাদার ক্ষেত্রে বাধা।
হাতটা ছাড়িয়ে ফিরে যাব; ফিরতেই হবে,
মাঠের ঘাসগুলো পা জাপটে ধরলেও ঘুরে তাকাবো না,
চোখ লাল হতে দেওয়া যাবে না; সভ্য সমাজের প্রেমিক আমি,
তার পরবর্তী সঙ্গম আত্নহত্যা ছাড়া,
আর কোনোকিছুর সহিত হতে পারে না, এই সমাজে না।