ফ্যানের সাথে মৃত্যু ঝুলছে, ডাকছে আমায়,
এসো, আমাকে আলিঙ্গন করো; নিঃশেষিত হও,
দরজার ওপাশে বাবা-মায়ের কলরব, আকুতি-মিনতি,
আমায় ডাকছে মৃত্যু, মরিচিকার হাতছানি;
জনসমুদ্রের পদতলে পিষ্টে যাওয়া স্বপ্নগুলো,
ফুলের মতো সজ্জিত হয়ে মৃত্যুর মালায় অপেক্ষমাণ।
ইশ্বর, বরণকালে কেবল একটাই প্রার্থনা,
পুনঃজনমে আমি কারো সন্তান হতে চাই না;
অসম্ভব স্বপ্নগুলোর সাথে সঙ্গমে লিপ্ত করো না,
মধ্যবিত্ত আমি, এসব আমার কল্পনালোকেও পাপ।
মার্জনা করো,চাই না কারো প্রেমিক হতে,
প্রেমের দেবীর উপাসনার ফুল তুলতে পারিনি;
অসন্তুষ্ট সে, অভিশাপে আমায় সপেছে বিরহ,
তারই কল্যাণে ভাগ্যে মিলেছে আজ একাকিত্ব।
দেয়াশলাই কাঠি ভাঙার শব্দ নির্ভৃতে আসছে কানে,
মোমের টিপটিপ আলোয় তাদের শেষ দেখা;
ভেতরে ঢুকে পড়েছে তারা, কিছু নিস্ফল প্রচেষ্টা,
বিজয়ী অট্টহাসিতে ফেটে পড়ছো তুমি নীরবে।
স্বাগত জানাও আমায়, তোমার আরশে ঠাই দাও;
হ্যা, আমি চলে এসেছি মৃত্যু।